পিরোজপুরে ডিবি পুলিশের সফল অভিযান: ৬০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

বিশ্বজিৎ চন্দ্র সরকার  (পিরোজপুর)  :  গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা পুলিশের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।


বিজ্ঞাপন

দুপুর ১টা ৩৫ মিনিটে পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর  সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম এবং এসআই (নিরস্ত্র) মোঃ শহিদুল ইসলাম–এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা কালে  পিরোজপুর সদর থানাধীন
৫নং ওয়ার্ডের কপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ
মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অবস্থিত শয়ন কক্ষে আলমারির ভেতরে লুকানো অবস্থায় ৩০০ প্যাকেটে ২০০ করে মোট ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর জামান (৪৮)-কে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মিজানুর জামানের স্থায়ী ঠিকানা বাগেরহাট জেলার কচুয়া থানার টেংরাখালী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে
পিরোজপুরের ওই এলাকায় বসবাস করে আসছিলেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার ঠিকানা চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় উল্লেখ রয়েছে।


বিজ্ঞাপন

জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

👁️ 90 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *