সিরাজগঞ্জের  উল্লাপাড়ার উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ইউনিয়নের মডেল বিদ্যালয়

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎(সিরাজগঞ্জ) :  প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সারা দেশে প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে বিদ্যালয়কে ‘ইউনিয়ন মডেল বিদ্যালয়’ হিসেবে ঘোষণা করেছে। সেই মর্যাদাপূর্ণ তালিকায় গৌরবের সঙ্গে স্থান করে নিয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চলনবিল অবস্থিত ঐতিহ্যবাহী উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।


বিজ্ঞাপন

১৯৩৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়ন,শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক বিকাশে ধারাবাহিক উৎকর্ষ ধরে রেখেছে।

বর্তমানে বিদ্যালয়টিতে ৩৪৯ জন শিক্ষার্থী অধ্যয়নরত। পরিচ্ছন্ন পরিবেশ, দৃষ্টিনন্দন কারুকাজ,সবুজে মোড়ানো প্রাঙ্গণ ও সুপরিকল্পিত অবকাঠামো-সব মিলিয়ে এটি ইতোমধ্যেই জেলার অন্যতম সুন্দর ও আদর্শ বিদ্যালয় হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।


বিজ্ঞাপন

শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য–সংস্কৃতি, বিতর্ক ও বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ ও সাফল্য বিদ্যালয়ের সুনামকে আরো সমৃদ্ধ করেছে। বিশেষ করে উল্লেখযোগ্য বিষয়-বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই এই প্রতিষ্ঠানেরই গর্বিত প্রাক্তন শিক্ষার্থী। ফলে তারা বিদ্যালয়কে নিজেদের পরিবারের অংশ মনে করে আনন্দ, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।


বিজ্ঞাপন

বিদ্যালয়ের অগ্রযাত্রা সম্পর্কে সহকারী শিক্ষক হারুন অর রশিদ বলেন, উপজেলার সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক এবং গ্রামবাসীর অকুণ্ঠ সহযোগিতা ও উৎসাহেই এ অর্জনে সম্ভব হয়েছে।

বিদ্যালয়ের সাফল্য নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ শামিমা নাসরিন বলেন, এ অর্জন শুধু বিদ্যালয়ের নয়,পুরো এলাকার গর্ব। উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যেই আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছি।

উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন মডেল বিদ্যালয় হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ নেমে এসেছে।

সবাই বিশ্বাস রেখেছেন, এ অর্জনে ভবিষ্যতে শিক্ষার আলো আরো গভীর পর্যন্ত ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

👁️ 65 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *