
মোঃ আলী শেখ, (মাদারীপুর) : মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের লাউষর গ্রামে ১৬ নভেম্বর ,২০২৫ ইং তারিখ রবিবার দিবাগত রাত ১২ টার সময় তিনটি ব্যাবসায়ী প্রতিষ্ঠান নিমেষেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ।৩ টি পরিবার নিঃস। ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ১৪ লাখ টাকা।

স্থানীয় ও ব্যবসায়ী মালিকদের সূত্রে জানা যায়,মশার কয়েলের আগুন থেকে, আগুন লাগার সূত্র পাত্র ঘটে। স্থানীয় প্রতিবাদীর সূত্রে আরো জানা যায়, আগুন লাগে আনুমানিক রাত ১২ টার সময়। আগুনের লেলিহান দেখে পার্শ্ববর্তী বাঘিয়া বিলের মাছ ধরার জেলারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে ২ ঘন্টা সময় লাগে।
ভূক্তভোগী কাপড় ব্যবসায়ী সুভাষ হালদার জানান, আমার একমাত্র আয়ের উৎস এই কাপড়ের দোকান।এই দোকানের আয় দিয়ে আমাদের পুরো সংসার চলে তা পুরে ছাই হয়ে গেল। দোকানে ক্যাশ ৮৫ হাজার টাকা,১টি সোনার চেন,১টি আ়ংটি, ১জোড়া কানের দুল, ৩ লাখ টাকার সিট কাপড়, থ্রিপিচ ও শাড়ী কাপড়,সহ মোট ৬ লাখ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা অসহায়। আমাদের বেঁচে থাকার উপায় নেই। আমরা সরকারের কাছে আর্থিক সাহায্য চাই।

অপর এক কাপড় ব্যবসায়ী ভূক্তভোগী, সমর হালদারের মা রিতা হালদার জানান, আমারও এক মাত্র আয়ের উৎস এই কাপড়ের দোকান টুকু। তা পুরে ছাই হয়ে গেল। আমরা এখন কি ভাবে বাঁচব। আমার সব শেষ হয়ে গেল। আমার দোকানে ছিল ৩টি সেলাই মেশিন, শাড়ি,সিট কাপড়, থ্রিপিচ সব পুরে শেষ হয়ে যায়।

এতে প্রায় ৩থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আমরা সরকারের কাছে আর্থিক সাহায্য চাই। আরেক ভূক্তভোগী মুদি দোকানদার মনিমোহন এর ছেলে মঙ্গল মোড়ল জানান, আমাদের এক মাত্র আয়ের পথ এই মুদি দোকান টুকু তা পুরে ছাই হয়ে গেল।
আমাদের দোকানে ৩- ৪ লাখ টাকার চাল,ডাল, তেল সহ বিভিন্ন মুদি পন্য ছিল তা পুরে ছাই হয়ে গেল। আমরা সরকারের কাছে আর্থিক সাহায্য চাই।যাতে করে পুনরায় দোকান দিয়ে বাঁচতে পারি।
প্রতিবেশি লিটু হালদার জানান, আগুন লাগে রাত ১২ টার সময়, আগুন দেখে পার্শ্ববর্তী বাঘিয়া বিলের মাছ ধরার জেলেরা ও আমরা ছুটে যাই আগুন নিভানোর জন্য। আগুন নিয়ন্ত্রণে আনতে রাত ২ টা লেগে যায়। ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩টি দোকান মালিকের প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আমি ক্ষতি গ্রস্থ ভূক্তভোগীদের জন্য সরকারের কাছে, সাহায্য কামনা করছি।
