
নিজস্ব প্রতিবেদক : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”— এই স্লোগানকে সামনে রেখে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯১তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শোনা, সরকারি দপ্তরের সেবায় হয়রানি প্রতিরোধ এবং প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করাই গণশুনানির মূল উদ্দেশ্য।

“জাতির সঙ্গে প্রতারণা করা যাবে না”— দুদক চেয়ারম্যান : গণশুনানির প্রধান অতিথি দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন তাঁর বক্তব্যে বলেন, “আগস্টের পরে এই যে বিশাল পরিবর্তন… এই জনআকাঙ্ক্ষার সঙ্গে নিজেদের মেলাতে না পারলে সেটা হবে জাতির সঙ্গে বড় প্রতারণা। আপনারা সেই প্রতারণায় অংশ নেবেন না।” তিনি দুর্নীতি প্রতিরোধে নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
“কমিশনের ভেতরের দুর্নীতিও ছাড় নয়”— তদন্ত কমিশনার, বিশেষ অতিথি দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, “দুদক অন্যান্য কমিশনের থেকে আলাদা— কারণ নিজের ভেতরের দুর্নীতিও আমরা প্রশ্রয় দিই না। যেখানে দুর্নীতির ‘স্মেল’ পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে বরখাস্ত করেছি; অনুসন্ধান ও তদন্ত চলছে।”

গুরুত্বপূর্ণ অতিথিদের উপস্থিতি : অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন —-দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম, বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা, সিলেট জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, গণশুনানির সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।

৭৩টি অভিযোগের শুনানি: তাৎক্ষণিক নিষ্পত্তি ২৮ : গণশুনানিতে সিলেট জেলার বিভিন্ন সরকারি দপ্তর থেকে সেবা বঞ্চিত বা হয়রানির শিকার ভুক্তভোগীরা সরাসরি অভিযোগ তুলে ধরেন। সেবা প্রদানকারী দপ্তরগুলোর প্রধানরাও现场 উপস্থিত ছিলেন।
উত্থাপিত অভিযোগের পরিসংখ্যান : মোট অভিযোগ: ৭৩, অনুসন্ধানে গ্রহণ: ৩, তাৎক্ষণিক নিষ্পত্তি: ২৮, বাকিগুলো: প্রতিবেদন দাখিল সাপেক্ষে নিষ্পত্তির সিদ্ধান্ত, দুদকে অনেক অভিযোগেই তাৎক্ষণিক নির্দেশ ও ব্যবস্থা গ্রহণ করবে।
গণশুনানিকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী প্রচারণা : গণশুনানিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে দুদক সিলেট জেলায়— মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণ, অসংখ্য বুথে অভিযোগ গ্রহণ, অভিযোগ বাক্স স্থাপন, গণমাধ্যমে প্রচার—এসব আয়োজন করে ব্যাপক সাড়া পায়।
প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি এগিয়ে নেয়ার অঙ্গীকার :
গণশুনানিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি–পেশার নাগরিক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্কাউটস ও বিএনসিসি সদস্যরা।
দুদক জানায়, সরকারি সেবায় স্বচ্ছতা, সততা, দায়িত্ববোধ এবং জবাবদিহিতা বৃদ্ধি করে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল লক্ষ্য।
