গোপালগঞ্জ-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিএনপির  ৫ নেতার গণসংযোগ: হাজারো নেতাকর্মীর উপস্থিতি

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর- কাশিয়ানি  আংশিক) আসনে বিএনপি’র পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ও তারেক রহমান ঘোষিত  রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে গণসংযোগ করেছেন জেলা বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ৫ নেতা। তাদের নেতৃত্বে সাবেক ও বর্তমান শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দলীয় মনোনয়ন নিয়ে সৃষ্ট অসন্তোষ নিরসনে এবং তৃণমূলের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এই গণসংযোগ করা হয়। এ আসানে বিএনপির মনোনয়ন পেয়েছেন ডাঃ কে এম বাবর।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার ২৮ নভেম্বর  গোপালগঞ্জ ২ আসনের  বিভিন্ন এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচি সকাল ১১ টায় গোপালগঞ্জ সড়ক ভবনের সামনে থেকে শুরু হয়।  এতে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এফ-ই শরফুজ্জামান জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু,  জেলা বিএনপি’র আরেক সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ, এবং বিএনপি নেতা সরদার নুরুজ্জামান সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

​গণসংযোগে গোপালগঞ্জ জেলা, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। নেতা-কর্মীরা দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে স্লোগান দিতে দিতে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


বিজ্ঞাপন

​নেতাকর্মীরা জানান, গোপালগঞ্জ-২ আসনে দলীয় হাইকমান্ড থেকে যে প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে, তা তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তারা মনে করেন, এই আসনে বিজয়ের সম্ভাবনা তৈরি করতে হলে আরও জনপ্রিয় ও পরীক্ষিত কোনো নেতাকে মনোনয়ন দেওয়া প্রয়োজন।


বিজ্ঞাপন

​এ বিষয়ে সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসছি। এ দল করতে গিয়ে আমরা হামলা মামলার শিকার হয়েছি। আমাদের ত্যাগের বিনিময়ে  এ আসনে আমাদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী হয়েছে । দলের কাছে আমাদের আবেদন, তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রস্তুত। তিনি আরো বলেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে অবস্থানের কারনে এ আসনে মনোনয়ন দিতে ভুল করেছেন। আমি আশা করি তিনি গোপালগঞ্জ বিএনপির নেতাকর্মীদের দাবি বিবেচনা করে মনোনয়ন পুনর্বিবেচনা করবেন।

​​গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের কাছে যান এবং বিএনপি’র নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র ফিরিয়ে আনার স্বার্থে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। নেতাকর্মীরা ভোটারদেরকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

​গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, তাদের এই কর্মসূচি দলের শীর্ষ নেতৃত্বের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে এবং আশা প্রকাশ করেন, দ্রুতই তারা এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত পাবেন।

👁️ 95 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *