এম এস মেটাল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা পিতার স্মরণে মিলাদ ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত 

Uncategorized কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামে প্রতিষ্ঠিত শিল্প এম.এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্রীন ডাইনেস্টি লিমিটেড প্রাঙ্গণে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট সরিফুল ইসলাম দূর্জয়ের পিতা মরহুম আবুল বসার বসন মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, চীনের একটি প্রতিনিধিদল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীসহ নানা পেশার মানুষ অংশ নেন।


বিজ্ঞাপন

নিভৃত পল্লীতে এ ধরনের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠা অনেককে বিস্মিত করেছে উল্লেখ করে বক্তারা বলেন, এম.এস মেটাল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠার কারিগর অ্যাডভোকেট সরিফুল ইসলাম দূর্জয় দেশের শিল্পায়নে নতুন সম্ভাবনার দ্বার খুলেছেন। তার উদ্যোগ, দৃষ্টিভঙ্গি ও সাহসিকতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।

অনুষ্ঠানে এম.এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরা খাতুন কৃতজ্ঞতা জানিয়ে বলেন,“আমার শ্বশুর মরহুম বসন মিয়া ও শাশুড়ি মরহুমা লাইলী বেগমের সঙ্গে থাকার ও তাঁদের সেবা করার সুযোগ পেয়েছি—এটাই আমার জীবনের বড় অর্জন। তাদের স্মৃতি আমাদের কাজের প্রেরণা।”


বিজ্ঞাপন

তিনি বলেন, ৫ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এম.এস মেটাল ইন্ডাস্ট্রিজ দ্রুত এগিয়ে চলেছে। ইতোমধ্যে চীনের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিতে যৌথ বিনিয়োগ করেছেন এবং তাদের দক্ষ প্রকৌশলীরা কারখানায় কাজ করছেন। পাশাপাশি ভারত ও নেপালের ব্যবসায়ীরাও যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।


বিজ্ঞাপন

গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন ,“আপনারা পূর্বপুরুষের জমি দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা বাজারমূল্য কিংবা তার বেশি দামে জমি কিনেছি ঠিকই, কিন্তু আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়াই আমাদের শক্তি। খুব দ্রুতই এখানে ৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং গ্রামটি শহরে রূপ নেবে ইনশাআল্লাহ।”

এম.এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের সিইও লে. কর্নেল (অব.) এনামুল আরিফ সুমন বলেন,“এম.এস মেটাল ইন্ডাস্ট্রি শতভাগ পরিবেশবান্ধব হবে। শুধু বাংলাদেশ নয়—এশিয়ার অন্যতম সেরা কারখানায় রূপ নেবে এটি। শ্রমিক–কর্মচারীদের প্রতি অ্যাডভোকেট সরিফুল ইসলাম দূর্জয়ের মানবিকতা সত্যিই অনুকরণীয়।”

অনুষ্ঠানের শেষে মরহুম আবুল বসার বসন মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

👁️ 56 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *