
সুমন হোসেন, (যশোর) : যশোরের অভয়নগরে হোসাইন (রা:) মাদ্রাসার বার্ষিক ফলাফল ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার নতুন ভবনের নিচ তলায় বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ফলাফল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল।

অনুষ্ঠানে আম্মার ইবনে হোসাইন ও বাংলা বিভাগের প্রধান শিক্ষক আব্দুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী অভয়নগর থানা শাখার আমীর সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর শাখার আমীর মাওলানা আলতাফ হোসেন।
অত্র মাদ্রাসার সাধারন সম্পাদক ও প্রধান পৃষ্ঠপোষক গ্রাম ডা: মাওলানা মো: হোসাইন আহমেদ এর সার্বিক সহযোগীতায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আবু দাউদ, অত্র মাদ্রাসার উপদেষ্টা অধ্যাপক ডা: আব্দুর রাজ্জাক মোড়ল, বাংলাদেশ জামায়াত ইসলামী অভয়নগর উপজেলা শাখার সহ সম্পাদক গোলাম মোস্তফা, ফুলতলা ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মো: মফিজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলার সভাপতি এস এম আশিকুজ্জামান, আজকের দেশ পত্রিকার যশোর ব্যুরো প্রধান মো: ইনামুল হক সুমন, অত্র মাদ্রাসার যুগ্ম সম্পাদক আব্দুল হারেজ, বিশিষ্ট ব্যবসায়ী তরফদার ট্রেডার্সের স্বত্বাধিকারী ও অত্র মাদ্রাসার যুগ্ম সম্পাদক মিল্টন তরফদার, যুগ্ম সম্পাদক মুন্সি আব্দুল মাজেদ সহ প্রমূখ।

উল্লেখ্য, রাজঘাটে হযরত হোসাইন (রা:) মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং আনুষ্ঠানিক ভাবে স্থাপিত হয় ১৯৯৭ সালে। তারপর থেকে হাটি হাটি পা পা করে মাদ্রাসাটি এলাকার শিক্ষানূরাগী মানুষদের সহযোগীতায় প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে ওই মাদ্রাসায় বাংলা বিভাগ, নূরানী বিভাগ ও হেফজ বিভাগের ৩টি শাখায় ১০০ জন ছেলে ও ৮০ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।
তাদের কে নিয়মিত পাঠদানে নিযুক্ত আছেন অভিজ্ঞতা সম্পন্ন ৬ জন শিক্ষক ও ১০ কর্মচারী। এ বছর ১শ” ৮০ জন শিক্ষার্থীর মধ্যে ১শ” ৫৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। তার মধ্যে ৪২ জন শিক্ষার্থী বিভিন্ন পুরষ্কার অর্জন করেছেন। তাদের হাতে উপস্থিত অতিথিরা পুরষ্কার তুলে দেন।
