হবিগঞ্জের মাধবপুরে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে উপজেলা তাঁতি দলের আনন্দ মিছিল

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :  দেশনায়ক তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা তাঁতি দলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাধবপুরের মুক্তিযুদ্ধ চত্বরে আয়োজিত এ মিছিলে উপজেলা তাঁতি দলের নেতাকর্মীরা অংশ নেন।


বিজ্ঞাপন

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা তাঁতি দলের আহ্বায়ক কামাল মিয়া ও সদস্য সচিব বশির উল্লাহ পাঠান।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সাদেক, হুমায়ন আহমেদ, মিজান আলী, খলিল মিয়া,মাজহারুল হক (লিটন) তারেক মুল্লা ও জমির আলীসহ উপজেলা তাঁতি দলের অন্যান্য নেতাকর্মীরা।মিছিলটি মুক্তিযুদ্ধ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


বিজ্ঞাপন

এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্র ও রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।


বিজ্ঞাপন
👁️ 13 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *