
শরিফুল ইসলাম (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধুনাইল নতুন বাজার এলাকায় ঢাকা–টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার ঝাটিবাড়ী গ্রামের আজিজের স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধুনাইল নতুন বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ওই নারীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণ উপজেলার চাটিপাড়া এলাকায় গিয়ে সেটি আটক করে। পরে বিষয়টি কালিহাতী থানা পুলিশকে জানানো হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে হাইওয়ে পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে কালিহাতী হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর মরদেহ উদ্ধার করে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
