নরসিংদীর বেলাব থানার পুলিশের অভিযানে একশত তেতাল্লিশ বস্তা জিরাসহ গ্রেফতার এক

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ কামাল হোসেন প্রধান, (নরসিংদী) :  নরসিংদীতে ৩০ ডিসেম্বর ২০২৫ ইং মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ ঘটিকা সময় বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ সংগীয় এসআই (নিরস্ত্র) /মোহাম্মদ এনায়েত করিম ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বেলাব থানা এলাকায় দড়িকান্দি সাকিনস্থ দড়িকান্দি বাসষ্ট্যান্ড হতে অনুমান ৫০০ গজ দক্ষিণ,পশ্চিম দিকে ঢাকা,সিলেট মহাসড়সকে ঢাকাগামী লেনে পাকা রাস্তার উপর হতে ১৪৩ (একশত তেতাল্লিশ) বস্তা জিরা সহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন বেলাব থানার পুলিশ।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামী মোঃ মোস্তাক আহম্মেদ (৩৩) পিতাঃ মোঃ আলম মিয়া, মাতাঃ রিনা বেগম, সাং কামদিয়া, থানাঃ গোবিন্দগঞ্জ, জেলাঃ গাইবান্দা।

জব্দকৃত আলামতঃ (ক) সোনালী,লাল মিশ্র রং এর প্লাস্টিকের তৈরী ১৪৩ (একশত তেতাল্লিশ) বস্তা জিরা, (খ) একটি হলুদ,নীল রং এর ০৭ টন বিশিষ্ট ট্রাক, (গ) প্লাস্টিক এর তৈরী ১০৫ (একশত পাঁচ) বস্তা ধান, (ঘ) ৫০ (পঞ্চাশ) টি পাটের বস্তার মধ্যে ধানের তুষ।


বিজ্ঞাপন

গৃহীত ব্যবস্থাঃ এ সংক্রান্ত অপরাধে বেলাব থানার নিয়মিত মামলা রুজু করা হয়েছে, মামলার নং ২৬ তাং ৩১/১২/২০২৫ ইং।


বিজ্ঞাপন

বেলাবো থানা অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ বলেন,বেলাবো থানা পুলিশ মাদক,কিশোরগঞ্জ সহ বিভিন্ন অপরাধে বিরুদ্ধে কঠুর নজরদারিতে আছেন, বর্তমানে আইনশৃঙ্খলা অতীতের চেয়ে ভালো আছে, যে কোন ব্যক্তি অপরাধ মূলক কর্মকান্ড করে পার পাবে না ইনশাল্লাহ।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *