গোপালগঞ্জে ‘মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট’ সম্পন্ন: বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Uncategorized ক্রিকেট খুলনা খেলাধুলা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী : “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই প্রত্যয় নিয়ে গোপালগঞ্জে সমাপ্ত হলো মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন


বিজ্ঞাপন

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ আরিফ- উজ- জামান

সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জেলা পুলিশ সুপার  মো. হাবীবুল্লাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক এস এম তারেক সুলতান। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাহীন সুলতান রাজা। চুড়ান্ত পর্বের


বিজ্ঞাপন

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন। এ সময় তিনি তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়তে খেলাধুলায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

👁️ 39 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *