গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানের পরেই হৃদরোগে হোটেল ম্যানেজারের মৃত্যু

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর জরিমানা সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ মাহবুবুর রহমান (৫৫) নামে এক হোটেল ম্যানেজারের মৃত্যুর হয়েছে। বুধবার বিকেলে শহরের সুপরিচিত খাবার হোটেল সম্পায় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল চৌরঙ্গী এলাকার সম্পা হোটেলে অভিযান পরিচালনা করে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অন্যান্য অনিয়মের অভিযোগে হোটেলটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার আদেশ শোনার পরপরই হোটেলের ম্যানেজার মাহবুবুর রহমান প্রচণ্ড বিচলিত হয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। হোটেলের কর্মচারী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন

ঘটনার পর চৌরঙ্গী এলাকার ব্যবসায়ীদের মধ্যে শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিহতের সহকর্মীরা জানান, মাহবুবুর রহমান দীর্ঘ দিন ধরে অত্যন্ত সততার সাথে হোটেলটি পরিচালনা করে আসছিলেন। আকস্মিক এই অভিযানে জরিমানার বিষয়টি তিনি মানসিকভাবে মেনে নিতে পারেননি।


বিজ্ঞাপন

নিহত মাহবুবুর রহমানের মরদেহ নিজ বাড়ি শহরের কুয়াডাঙ্গার রসুলপাড়া। এলাকায় শোকের ছায়া  বিরাজ করছে।

👁️ 30 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *