পর্তুগালে বাস খাদে পড়ে নিহত ২৮

আন্তর্জাতিক

পর্তুগালের পর্যটকবাহী বাস খাদে পড়ে ২৮ জন নিহত হয়েছেন। পর্তুগালের মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে দুর্ঘটনায় পড়া বাসের মধ্যে ১৭ জনই নারী। বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

দেশটির জাতীয় সংবাদসংস্থা লুসা জানিয়েছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

ক্যানিকো শহরের মেয়র ফিলিপে সোওসা জানান, বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন। নিহতরা সবাই জার্মানির নাগরিক।


বিজ্ঞাপন

এদিকে পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলা ডি সোওসা ইতোমধ্যে মাদেইরা দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।


বিজ্ঞাপন

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা শোক জানিয়ে জার্মানির চ্যাঞ্জেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বার্তা পাঠিয়েছেন।

👁️ 5 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *