লকডাউনে নির্দেশনা মানতে বিনয়ী হন : ডিআইজি হাবিবুর

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : করোনা মোকাবিলায় প্রতিটা মুহূর্তে এক অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে পা বাড়িয়ে চলছে আমাদের বাংলাদেশ।
কোভিড-১৯ ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান উপায় হলো শ্বাসনালী থেকে বেরিয়ে আসা ক্ষুদ্র জলকণা (ড্রপলেট), যা মানুষ কথা বলা, গান গাওয়া, কাশি বা হাঁচি দেওয়ার সময় বেরিয়ে আসে। যদিও গবেষণা চলমান রয়েছে, তবুও আমরা এখন জানি যে, ভাইরাস এমন মানুষের মাধ্যমেও ছড়াতে পারে যাদের মধ্যে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ নেই। এর অর্থ হচ্ছে, কিছু মানুষ সংক্রমিত হতে পারে কোনো ধরনের উপলব্ধি ছাড়াই। মাস্ক কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধে সহায়তা করে। তাই আসুন সবাই সঠিক ভাবে মাস্ক পরি। নিজে বাচি দেশকে বাচাই।


বিজ্ঞাপন
👁️ 1 News Views