নিজস্ব প্রতিবেদক : বুধবার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২১ উপলক্ষ্যে র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো: মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম ঢাকা জেলার সাভার, ধামরাই এবং মানিকগঞ্জ এর বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তামূলক ব্যবস্থা পরিদর্শন এবং সনাতন ধর্মালম্বী ভাই, বোনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে অধিনায়ক উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।
অধিনায়ক শারদীয় দুর্গাপূজা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সকলকে স্বাস্থ্য বিধি মেনে শারদীয় দুর্গা পূজা উদযাপনের জন্য আহবান জানান।

শারদীয় দুর্গা পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র্যাবের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

👁️ 3 News Views
