বাংলাদেশে অস্ত্রের চালানবাহী বিমান ধ্বংস নিয়ে গ্রীস সার্বিয়ার কূটনৈতিক টানাপোড়ন

Uncategorized অন্যান্য


রাজনৈতিক বিশ্লেষক ঃ বাংলাদেশে অস্ত্রের চালানবাহী বিমান ধ্বংস নিয়ে গ্রীস সার্বিয়ার কূটনৈতিক টানাপোড়ন।
বাংলাদেশে পাঠানো গোলবাবারুদবাহী বিমানের কার্গোতে কি আছে তা গ্রীসকে অগ্রিম না জানানোর কারণে সার্বিয়ায় অবস্হিত গ্রীস দূতাবাস একটি অভিযোগ পত্র পাঠিয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে গ্রীসের আকাশ সীমায় অবস্হানকালে “ডেঞ্জারাস কার্গো ” এর বিস্তারিত গ্রীসকে জানানো উচিত ছিল।

কিন্তু বিমানে গোলাবারুদ থাকা স্বত্তেও সার্বিয়ান কর্তৃপক্ষ তা গ্রীসকে জানায়নি। এক দেশ থেকে অন্য দেশে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হয়।

বাংলাদেশও এর ব্যাতিক্রম নয়। বাংলাদেশের অর্ডারকৃত বেশীরভাগই গোলাবারুদ, সমরাস্ত্রের চালান গোপনেই আসে নিরাপত্তার স্বার্থে।

এবারই প্রথম বিমান দূর্ঘটনার কবলে পড়ে আমাদের অস্ত্র চালানের তথ্য জনসমক্ষে চলে আসে।


বিজ্ঞাপন
👁️ 7 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *