মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
আমরা গভীরভাবে শোকাহত? নড়াইল জেলার বিশিষ্ট সাংবাদিক,71 টিভির জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,এডভোকেট.আজিজুল ইসলামের মাতা ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আমরা সাংবাদিক মহল গভীর ভাবে শোক প্রকাশ করছি ও নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি। (২২ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকার সময় নড়াইল শহরের ভওয়াখালী গ্রামে’র নিজ বাড়িতে ইন্তেকাল করেন এবং একই দিন আছর বাদ মৃতের জানাজার নামাজ সম্পর্ণ হয় এবং মাছিমদিয়া পারিবারীক কবরস্থানে দাফন সম্পর্ণ করা হয়। নড়াইল জেলার বিশিষ্ট সাংবাদিক,71 টিভির জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,এডভোকেট.আজিজুল ইসলাম সকলের কাছে তার মায়ের আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করেন।

👁️ 11 News Views
