সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ৩০ কেজি ৩’শ গ্রাম গাঁজা সহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক, ট্রাক জব্দ

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক ঃ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৭ ডিসেম্বর ভোর রাত সাড়ে ৩ টায় র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামার চর বাজারস্থ নেছারিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে ৩০ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বেচা কেনার কাজে ব্যবহৃত ১ টি ট্রাক এবং ২ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা যথাক্রমে, শুকুর (৩৫), পিতা-মৃত আবু কালাম, সাং-বলাখাল, বকলবাড়ী, রাব্বী হোসেন (২৬), পিতা-আবু তাহের, সাং-দিকচাল, উভয় থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর।


বিজ্ঞাপন
👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *