কুটনৈতিক বিশ্লেষক : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ-গাম্বিয়ার যৌথভাবে সেনা মোতায়েনে গাম্বিয়ার প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সফররত গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদু তাঙ্গারা এ বিষয়ে গাম্বিয়ার প্রেসিডেন্টের প্রস্তাবের একটি অনুরোধপত্র হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী এতে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন।
গাম্বিয়ার প্রস্তাবে নীতিগত সম্মত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অনুমোদন সাপেক্ষে শান্তিরক্ষা মিশনে সৈন্য মোতায়েনের প্রস্তাব বাস্তবায়নে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। (তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)

👁️ 22 News Views
