পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের আয়োজনে প্রীতিভোজ অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ২২ এপ্রিল, দুপুর ১ টায় পুলিশ লাইন্স, নীলফামারী ড্রিল শেডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশ নীলফামারী এর আয়োজনে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী এর সভাপতিত্বে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার প্রীতিভোজে অংশগ্রহণকৃত জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রীতিভোজে সঠিকভাবে খাবার পরিবেশন হচ্ছে কি না তা পরিদর্শন করেন।

উক্ত প্রীতিভোজে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক নীলফামারী, ডাঃ শতরূপা ঘোষ, সভাপতি লেডিস ক্লাব নীলফামারী, দেওয়ান কামাল আহমেদ, মেয়র নীলফামারী পৌরসভা, মোঃ শাহিদ মাহমুদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ নীলফামারী সদর।

এসময় আরও উপস্থিত ছিলেন মৌসুমি ওয়াদুদ চাঁদনী, সভানেত্রী পুনাক নীলফামারী, আমিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী, ফাতেমা যূথী, সহ-সভানেত্রী পুনাক নীলফামারী, মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নীলফামারী, মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (সদর- সার্কেল), নীলফামারীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 9 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *