মেঘালয়ে পাচারকালে সুনামগঞ্জ সীমান্তে এবার শিং মাছের চালান সহ সোয়া ২ কোটি টাকার মালামাল জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

বিশেষ প্রতিবেদক :   সিলেটের সুনামগঞ্জ সীমান্তে ইলিশের পর এবার শিং মাছের চালান সহ সোয়া ২ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যে পাচারকালে চার(৪) হাজার কেজি শিং মাছসহ প্রায় সোয়া ২ কোটি টাকার মাশলামাল জব্দ করলেও এর সাথে জড়িত কোন চোরাকারবারি চক্রের সদস্যদেও আটক করতে পারেনি।


বিজ্ঞাপন

সিলেট সেক্টরের ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির টহল বৃহস্পতিবার সকালে সীমান্তের কুশিউড়া নামক এলাকা থেকে অভিযান চালিয়ে ৬ হাজার কেজি বাংলাদেশি সুপারি, ৬ হাজার কেজি রসুন, ৪ হাজার কেজি শিং মাছ, ১টি ট্রাক, ২টি ডিআই , ৪টি ্র পিকআপ জব্দ করে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট সেক্টরের ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, দোয়ারাবাজার সীমান্তে জব্দকৃত শিং মাছের চালান সহ অন্যান্য মালামালের মূল্য প্রায় ২ কোটি ১১ লাখ টাকা।


বিজ্ঞাপন

এর আগে সম্প্রতি ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির (বিজিবি)’র টহল দল সীমান্তের সাহিদাবাদ এলাকা থেকে মেঘালয়ে পাচারকালে ইলিশের একটি চালান, মধ্যনগর সীমান্তের মাটিরাবন বিওপির বিজিবির টহল দল কতৃক আরো একটি ইলিশের চালান, ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দোয়ারাবাজার সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ইলিশের চালান জব্দ করা হয়েছিল।


বিজ্ঞাপন

অদৃশ্য কারনে সীমান্তে একের পর এক বিজিবির অভিযানে ইলিশের চালান, শিং মাছের চালান, শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা চোরাচালানের কয়লা, চিনি,কসমেটিকস,সুপারীর চালান জব্দ করা হলেও বিজিবির টহল দলের হাতে চোরাকারবারি চক্রের কোন সদস্যই আটক হয়নি।

👁️ 7 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *