জাককানইবি সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজনীতি শিক্ষাঙ্গন সংগঠন সংবাদ সারাদেশ

জাককানইবি প্রতিনিধি :  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের এক বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।গতকাল  বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী।


বিজ্ঞাপন

এছাড়া প্রশাসনিক ভবন সংলগ্ন স্থান থেকে একটি র‍্যালী বের হয়ে প্রশাসনিক ভবন ও কলাভবনের রাস্তা প্রদক্ষিণ করে। পরবর্তীতে কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাংবাদিক ফোরামের সকল সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি শাকিল বাবু বলেন, “আমরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে একবছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পদার্পণ করলাম। যা আমাদের জন্য গর্বের। সবাই সুসংগঠিত হয়ে কাজ করে আমরা সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।”


বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক রোকন বাপ্পি বলেন, “শুভ জন্মদিন সাংবাদিক ফোরাম। সৃষ্টি থেকে এই পর্যন্ত একটি বছরের পথ অতিক্রম কখনই সহজ ছিল না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখার মাধ্যমেই যা একমাত্র সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিক ফোরাম আরও কঠিন বাস্তবতা ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে চাই, যা সাংবাদিক ফোরামকে ঝালিয়ে পুড়িয়ে আরও খাঁটি করে তুলবে।”


বিজ্ঞাপন
👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *