রংপুর জেলা ডিবি’র অভিযানে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারি আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রংপুর) :গতকাল ৭ ডিসেম্বর,  দুপুর ১৩ টা ৪০ মিনিটের সময়  রংপুর জেলা ডিবি’র ইন্সপেক্টর Ours মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই/ মোঃ হুমায়ুন কবীর সঙ্গীয় অফিসার ফোর্সসহ রংপুর জেলার গংগাচড়া থানাধীন ৭নং গজঘণ্টা ইউপি’র জয়দেব দোলাপাড়া মৌজাস্থ হাবু চারমাথা ব্রীজ সংলগ্ন পূর্ব পার্শ্বে হাবু চারমাথা মোড় টু হারাগাছগামী পাকা রাস্তার উপর একটি যাত্রীবাহী CNG চালিত থ্রি-হুইলার আটক পূর্বক বিধি মোতাবেক তল্লাশি করে।


বিজ্ঞাপন

উক্ত তল্লাশি অভিযান পরিচালনা কালে  চালকের বসার সিটের সামনে চালকের দুই পায়ের মাঝখানে সাদা বাজার করা ব্যাগের ভিতরে পুরাতন কাপড়ের টুকরা দ্বারা ঢেকে রাখা অবস্থায় ০৪টি পলিথিনের প্যাকেটের ভিতরে সর্বমোট ০৩ (তিন) কেজি ৮০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে।

এরপর  চালক অভিযুক্ত  মোঃ জহুরুল ইসলাম (২৮), পিতা- মৃত সাইয়াকুল, গ্রাম-পাটিকাপাড়া, থানা-হাতীবান্ধা, জেলা- লালমনিরহাটকে ধৃত করে জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত অভিযোগ করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।


বিজ্ঞাপন
👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *