কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি’র  অভিযান  :  ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (কক্সবাজার) :  বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ২১ ও ২২ জানুয়ারি  দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।


বিজ্ঞাপন

গত সোমবার  ২১ জানুয়ারি,  গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে একদল মাদক পাচারকারী টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে প্রায় ০১ কিঃ মিঃ দক্ষিণ দিকে মেম্বার পোস্ট নামক এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে পাচার করবে।

নোয়াপাড়া বিএসপিতে স্থাপিত FURUNO RADAR এর মাধ্যমে সীমান্তে গতিবিধি পর্যালোচনার মাধ্যমে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর ও লেদা বিওপির দুটি পৃথক আভিযানিকদল মেম্বার পোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফ নদীর পাড়ে অবস্থানরত মাদক পাচারকারী চক্রের কয়েকজন সদস্য দুইটি বস্তা ফেলে নদী সাঁতরে সীমান্তের অপর পার্শ্বে পালিয়ে যায় এবং আরোও কয়েকজন কয়েকটি বস্তা নিয়ে আলিখালের দিকে পালিয়ে যাবার চেষ্টা করে।


বিজ্ঞাপন

অভিযানরত বিজিবি সদস্যরা ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে রাতের আধাঁরের সুযোগে খরেরদ্বীপ হয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবির আভিযানিক দলগুলো অদ্য ২২ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১ টা ৩০ মিনিট পর্যন্ত সম্পূর্ণ এলাকা তল্লাশী করে বিভিন্ন বস্তায় বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় সর্বমোট ৪,৫০,০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার এবং চোরাচালান রোধকল্পে কঠোর অবস্থান নিয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সীমান্তে কার্যকরী টহল পরিচালনা এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বিগত কয়েক সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক আসামী গ্রেফতার করে থানায় সোর্পদ করা সম্ভব হয়েছে।

👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *