সিলেটে ভারতের তৈরি ৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড হান্টার মোটরসাইকেল জব্দ, দুই চোরাকারবারি গ্রেফতার  

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  ভারতের তৈরি ৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড হান্টার মোটরসাইকেল সিলেটে জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুই মোটরসাইকেল চোরাকারবারিকে। বৃহস্পতিবার এসএমপির শাহপরান (রহ.) থানা পুলিশ সিলেট-তামাবিল সড়কে ওই মোটরসাইকেলটি জব্দ করে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে এসএমপির মিডিয়া সেল জানায়, সিলেট-তামাবিল সড়ক পথে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা একটি মোটরসাইকেল সিলেট মহানগরীতে বিক্রয়ের জন্য জন্য নিয়ে আসার পথে নগরীর টিলাগড় ফুটওভার ব্রিজের নিচে থাকা চেক পোষ্টে শাহপরান (রহ.) থানা পুলিশ মোটরসাইকেলটি বৃহস্পতিবার ভোররাতে জব্দ করে। জব্দকৃত মোটরসাইকেলটি ভারতের তৈরী ৩৫০ সিসি দ্রুতগতি শক্তি সম্পন্ন রয়্রাল এনফিল্ড হান্টার ।

অপরদিকে মোটরসাইকেল চোরাচালানের সাথে সম্পুক্ত সিলেটের সীমান্তবর্তী থানা জৈন্তাপুরের বাঘেরখাল গ্রামের ফখর উদ্দিনের ছেলে নাজিম আহমেদ, সীমান্তবর্তী গোয়াইনঘাট থানার আট গ্রামের উছমান গনির ছেলে শাহিদ আহমদকে গ্রেফতার করে পুলিশ।


বিজ্ঞাপন

এসএমপির মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,বৃহস্পতিবার জব্দকৃত আলামত সহ গ্রেফতার দুই মোটরসাইকেল চোরাকারবারিকে শাহপরান (রহ.) থানা পুলিশ কতৃক মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 1 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *