ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে পাবনায় বিআরটিএ, জেলা প্রশাসন ও পৌরসভা সমন্বিত অভিযান

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

পাবনা প্রতিনিধি  :  পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে ফুটপাত দখল, অবৈধ দোকান স্থাপন এবং মোটরযানের অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে বিআরটিএ, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং পাবনা পৌরসভা। মঙ্গলবার বিকাল ৪টা ১৫ মিনিট থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে পরিচালিত এই অভিযান চলাকালে ফুটপাত ও রাস্তার উপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট, স্থায়ী-অস্থায়ী কাঠামো, এবং নিয়মবহির্ভূতভাবে পার্ক করা যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রেজিনূর রহমান, জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম মামুনুর রশীদ এবং বিআরটিএ’র সহকারী পরিচালক মো: আলতাব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এস. এম. ফরিদুর রহিম, জেলা পুলিশের টি আই মিনহাজ এবং পাবনা পৌরসভার পরিদর্শকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।


বিজ্ঞাপন

প্রশাসনের কর্মকর্তারা জানান, শহরের নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ও যানজট নিরসনে এই ধরনের অভিযান চলমান থাকবে। একই সঙ্গে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়—কেউ যেন রাস্তা ও ফুটপাত দখল না করেন এবং যানবাহন সঠিক নিয়মে পার্ক করেন।


বিজ্ঞাপন

এই অভিযানকে ঘিরে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিতভাবে এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন ।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *