মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুদকের অভিযান : নিম্নমানের সেবা, বন্ধ যন্ত্রপাতি ও আর্থিক অনিয়ম তদন্তে তৎপর দুদক

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

মো: রিয়াজ রহমান শিবচর (মাদারীপুর)  : আজ  ১ জুন (রবিবার) মাদারীপুরের ২৫০ শয্যার জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। সেবা কার্যক্রমে নানা অনিয়ম, চিকিৎসা সরঞ্জামের অকার্যকারিতা এবং আর্থিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

অভিযানে দুদক কর্মকর্তারা দেখতে পান, হাসপাতালের ১০ শয্যার আইসিইউ ইউনিট এখনো চালু হয়নি। পাশাপাশি, রোগীদের জন্য গুরুত্বপূর্ণ সিটিস্ক্যান মেশিনটিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়া, হাসপাতালে রোগীদের সরবরাহকৃত খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন দুদক কর্মকর্তারা। রোগীদের অভিযোগ অনুযায়ী, খাদ্যের মান খুবই নিম্নমানের এবং পুষ্টিগুণহীন।


বিজ্ঞাপন

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, হাসপাতালের সাবেক সহকারী হিসাবরক্ষক ভাউচার ছাড়াই প্রায় ২৬ লাখ টাকার বিল উত্তোলন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই আর্থিক অনিয়মের বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।


বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা গেছে, এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হবে।

👁️ 11 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *