গাইবান্ধায় এসএসসি ‘৯৩ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

Uncategorized ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

মোঃ মিঠু মিয়া (গাইবান্ধা) :  গাইবান্ধা জেলার এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই মিলনমেলায় অংশ নেন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।


বিজ্ঞাপন

আয়োজনের সূচনা হয় দুপুরে গাইবান্ধা শহরের গানার্স মার্কেটের সামনে থেকে বের হওয়া এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রস্থলে এসে শেষ হয়।

এর আগে সকালে, ঈদের ছুটি শেষে এক উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী শুরু হয়। অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়, বন্ধুদের সঙ্গে আলাপচারিতা এবং নানান সাংস্কৃতিক পরিবেশনা।


বিজ্ঞাপন

সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে সংগীত, আবৃত্তি, নৃত্য ও হাস্যরসাত্মক পরিবেশনায় অংশ নেন ব্যাচের সদস্যরা। দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে পুনর্মিলনে আবেগঘন মুহূর্ত তৈরি হয় উপস্থিত সবার মধ্যে।


বিজ্ঞাপন

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং আগামীতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।

👁️ 44 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *