হাসিনা আমুর মুক্তি চেয়ে যুবলীগ নেতা জাকিরের নেতৃত্বে ঢাকায় মিছিল করার প্রতিবাদে ঝালকাঠি জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

রিয়াজুল ইসলাম বাচ্চু, (ঝালকাঠি) :  হাসিনা আমুর মুক্তি চেয়ে যুবলীগ নেতা জাকিরের নেতৃত্বে ঢাকায় মিছিল করার প্রতিবাদে ঝালকাঠি জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ ২৮ জুন শনিবার সন্ধ্যার পরে ঝালকাঠি মহিলা কলেজের সামনে থেকে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব এড. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে একটি বিরাট বিক্ষোভ মিছিল বের হয়ে টিআহমেদ মোড় হয়ে ফায়ার সার্ভিস মোড় ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি এড. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোঃ মিজানুর রহমান মুবিন, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মামুন আর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এড. মুশফিকুর রহমান বাবু, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক মো: ইয়াসিন হাওলাদার, যুবদল নেতা সাদ্দাম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি বশির আহমেদ, বিএনপি নেতা সরদার মো: শহিদুল্লাহ প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগ ও যুবলীগের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারন করে শ্লোগান দেয়া হয়। মিছিলের শ্লোগানে বলা হয় “একটা দুইটা আওয়ামীলীগ-যুবলীগ ধর, ধরে ধরে জেলে ভর।”


বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশ শেষে প্রতিবাদ সভায় এডভোকেট শাহাদাত হোসেন বলেন, “পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আমীর হোসেন আমু দেশের মধ্যে নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ এর মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির জন্য ঢাকায় জটিকা মিছিল দিয়ে অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা চালাচ্ছে।

এদরকে ঝালকাঠির মাটিতে জায়গা দেয়া হবে না। নিষিদ্ধ সংগঠনের সকল কার্যক্রম প্রতিহত করা হবে। ঝালকাঠিবাসী এদেরকে প্রত্যাখান করেছে।”

👁️ 8 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *