!!  চট্রগ্রামে নারী সাংবাদিককে হেনস্থার চেষ্টা  !!  ক্ষুব্ধ সাংবাদিক সমাজ : ঠিকাদার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

চট্রগ্রাম প্রতিনিধি  : চট্রগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের পক্ষ নিয়ে একটি বেসরকারি টিভির ডেপুটি ব্যুরো চীফ সাংবাদিক আফসানা নূর নওশিনের বিরুদ্ধে হয়রানিমুলক একখানা লিখিত অভিযোগ প্রধান উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরণ করে তাকে হেনস্থার চেষ্টা ও মান সম্মানের হানি এবং পেশাগত কাজে হুমকি সৃষ্টি করার অভিযোগ এনে চট্রগ্রাম কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক আফসানা নূর নওশিন। গত ২৭ জুন ২০২৫ তিনি অভিযোগটি দায়ের করেছেন।


বিজ্ঞাপন

অভিযোগে বাংলাদেশ ঠিকাদার সমিতি চট্রগ্রাম জোন এর সভাপতি আব্দুল্ল্াহ আল টিপু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হককে বিবাদী করা হয়েছে।

এ দিকে একজন নারী সাংবাদিককে নানাভাবে হেনস্থা করার চেষ্টার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছেন চট্রগ্রামের সাংবাদিক সমাজ। তারা এ বিষয়ে চট্রগ্রামের পুলিশ প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।


বিজ্ঞাপন

সাংবাদিক নওশিন এই বিষয়টি সরাসরি সাক্ষাত করে গণপূর্ত উপদেষ্টা মো: আদিলুর রহমানকে অবহিত করেছেন। তিনি সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশস দিয়েছেন।
এ ছাড়া চট্রগ্রামের বিশিষ্ট জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ও বিএনপি নেতা আসলাম চৌধুরীকেও বিষয়টি অবগত করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 8 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *