বাড়ি ভাড়া দিতে গিয়েই চিত্রনায়ক হওয়ার সুযোগ হয়েছিলো আলমগীরের

Uncategorized ইতিহাস ঐতিহ্য জাতীয় ঢাকা বিনোদন বিশেষ প্রতিবেদন রাজধানী

বিনোদন প্রতিবেদক  : ঢাকার তেজগাঁওয়ের স্টেশনরোডের এই বাড়িতেই আবিষ্কার করা হয়েছিল নায়ক আলমগীর কে। নায়ক আলমগীরের মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর তার ফেসবুক পেজে এই বাড়িটির ছবি দিয়ে লিখেছেন কিভাবে তাঁর বাবা আলমগীর কে  পরিচালক আলমগীর কুমকুম একদিন আবিষ্কার করেছিলেন।


বিজ্ঞাপন

পরিচালক আলমগীর কুমকুম থাকার জন্য বাড়ি ভাড়া নিতে এসেছিলেন নায়ক আলমগীরের  স্টেশন রোডের এই বাড়িতে সেখানে দেখতে পায় সুদর্শন এক যুবককে তাকে দেখেই তাঁর সিনেমাতে অভিনয়ের প্রস্তাব দেন কারণ তখন তিনি মুক্তি/যু/দ্ধের সিনেমা আমার জন্মভূমি’ নির্মাণ করবেন। এভাবেই অভিনয়ে যুক্ত হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা আলমগীর।

আমার জন্মভূমি’ রিলিজ হয় ১৯৭৩ সালে। আমার জন্মভূমি’ সিনেমায় আরও অভিনয় করেছিলেন নায়করাজ রাজ্জাক , কবরী , সাইফুদ্দীন , রাজু আহমেদ, মিনু রহমান ও সুমিতা দেবী।


বিজ্ঞাপন

দেখতে দেখতে কিংবদন্তী চিত্রনায়ক আলমগীর তাঁর অভিনয় জীবনের ৫৩ বছর পার করেছেন। ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, যেটি বাংলা সিনেমায় একটি ইতিহাস।


বিজ্ঞাপন
👁️ 41 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *