আখাউড়ায় সবজি চাষে প্রবাসীর সাফল্য

Uncategorized অর্থনীতি গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বানিজ্যিকভাবে বরবটি,করলা ও শসা চাষ করে সাজিদুল ইসলাম নামে এক প্রবাসী বেশ সাফল্য পেয়েছেন।  কোন প্রকার কীটনাশক ছাড়া দেশীয় পদ্ধতিতে বাড়ি সংলগ্ন ১১০ শতাংশ জমিতে উচ্চ ফলনশীল জাতের ওইসব সবজি চাষ করে তিনি এ সফলতা পান। শেষ পযর্ন্ত আবহাওয়া অনুকুল ও বাজার দর ভালো থাকলে ৮ লাখ থেকে সাড়ে ৮ লাখ টাকার সবজি বিক্রি হবে। সাজিদুল ইসলাম দুর্গাপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।


বিজ্ঞাপন

প্রবাসী সাজিদুল ইসলাম বলেন, ছোট বেলা থেকেই আমার সবজি চাষের প্রতি বেশ আগ্রহ ছিল। নানা কারণে তা করা হয়নি। জীবিকার প্রয়োজনে এক পর্যায় ভালো কিছু করতে সৌদি আরবে চলে যায়। ছুটিতে বাড়ি এসে  বাড়ি সংলগ্ন বেশ কিছু অনাবাদি জায়গা কৃষি কাজ করতে প্রস্তুত করি।

সেইসাথে বেশ কিছু জায়গা ও ক্রয় করা হয়। বর্তমানে জায়গার পরিমাণ রয়েছে ১০ বিঘা জমি।এরমধ্যে ১১০ শতাংশ জায়গাতে  করলা, শসা ও বরবটি চাষ করি। এ পযর্ন্ত প্রায় ৩ লাখ টাকার উপর সবজি বিক্রি করা হয়।


বিজ্ঞাপন

প্রবাসী সাজিদুল ইসলাম বলেন, এই মাটিতে সবজি চাষ নিয়ে শুরুতে আমি খুবই চিন্তিত ছিলাম। কিন্তু কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় ও সঠিক ভাবে পরিচর্যায় করায় উৎপাদনে তেমন কোনো বেগ পেতে হয়নি।  আমার এ কাজে ৫ জন শ্রমিক নিয়মিত কাজ করছেন।


বিজ্ঞাপন

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাসুদ রানা বলেন, সবজি চাষ কম খরচে লাভ বেশী হওয়ায় এ উপজেলার বিভিন্ন এলাকায় বানিজ্যিকভাবে সবজি আবাদ করা হচ্ছে। সবজি আবাদে কৃষকদেরকে সার বীজসহ অন্যান্য উপকরণ দেওয়াসহ ফলন বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে।

দুর্গাপুর এলাকায় নানা প্রকার সবজি আবাদ করে সত্যিই প্রবাসী সাজিদুল ইসলাম চমক সৃষ্টি করে একজন আদর্শ কৃষকে পরিণত হয়েছেন। তিনি মৌসুম অনুযায়ী নানা প্রকার সবজি চাষ লাভবান হচ্ছেন।

👁️ 13 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *