বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের নেত্রী কারাগারে

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

রিয়াজুল হক সাগর, (রংপুর) : বৈষম্যবিরোধী ছাত্র হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের ২৫ নং ওয়ার্ডের সভাপতি শুকতারা বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত।


বিজ্ঞাপন

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -১ম আদালতের বিচারক মোঃ সোয়েবুর রহমান তাকে সি-ডব্লিউ মূলে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। সেই সাথে আগামী ১৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন ও হাজিরার জন্য দিন ধার্য করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।


বিজ্ঞাপন

পুলিশ সুত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিতে আহত রমজান আলীর করা মামলায় এজাহার নামীয় ১৪৭ নম্বর আসামী রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের ২৫ নং ওয়ার্ডের সভাপতি শুকতারা বেগম।


বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর শালবন বোতলা ক্লাব মোড় এলাকা থেকে তার নিজ বাড়িতে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শুকতারা বেগম আব্দুল খালেকের স্ত্রী।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, গ্রেফতার শুকতারা বেগম বৈষম্যবিরোধী ছাত্র হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী। তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *