খাগড়াছড়িতে কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ  : “আজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন” শ্লোগানে প্রাণবন্ত আয়োজন

Uncategorized খেলাধুলা চট্টগ্রাম জাতীয় ফুটবল বিশেষ প্রতিবেদন সারাদেশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি)  :  “আজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন” শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে পেরাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ আয়োজন কিশোরীদের মাঝে প্রাণের উচ্ছ্বাস ও নেতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ম্যাচের উদ্বোধন করেন।

ওয়াই-মুভস প্রকল্পের উদ্যোগে এবং জাবারাং কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রীতি ম্যাচের পাশাপাশি কিশোরী স্বাস্থ্য, শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। কারিগরি সহায়তা প্রদান করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অর্থায়ন করে সুইডেন।


বিজ্ঞাপন

বক্তারা বলেন, খেলাধুলা কেবল শারীরিক সুস্থতা অর্জনের উপায় নয়, বরং মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তারা কিশোরীদের উন্নয়নে খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে সমাজকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।


বিজ্ঞাপন

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার,জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা,পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

👁️ 106 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *