গোপালগঞ্জের  কাশিয়ানিতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন  নিহত, ৫ জন আহত 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  জেলার কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। এ তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।


বিজ্ঞাপন

নিহতরা হলেন,মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের আফাসউদ্দিন পাইকের ছেলে মোতালেব পাইক (৭০), মোতালেব পাইকের স্ত্রী দেলোয়ারা (৬০) ও মেয়ে রুমা বেগম (৪০) এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার হেলেঞ্চা গ্রামের রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল শেখ। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো : মামুন জানান ইজিবাইকে চড়ে মাদারীপুর জেলা থেকে কয়েকজন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা যাচ্ছিলেন।


বিজ্ঞাপন

ইজিবাইকটি ঢাকা-খুলনা মহাসড়কের  মাঝিগাতি এলাকায় পৌঁছানোর পর বাসের চাপায় হতাহতের ঘটনা ঘটেছে ২৭ সেপ্টেম্বর শনিবার  দুপুর  ১২টার দিকে।


বিজ্ঞাপন

ঢাকা থেকে খুলনাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই ওই ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজন  এবং অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কাশিয়ানি থানার এসআই নুর আলম জানিয়েছেন, আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *