চীন থেকে ২.২ বিলিয়ন ডলারের বিনিময়ে ২০টি J-10C যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন 

Uncategorized জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : চীন থেকে ২.২ বিলিয়ন ডলারের বিনিময়ে ২০টি J-10C যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন করছে বাংলাদেশ বিমান বাহিনী।


বিজ্ঞাপন

বাংলাদেশ বিমানবাহিনীর জন্য চীন থেকে ২.২ বিলিয়ন ডলার বা ২৭ হাজার ৬০ কোটি টাকার বিনিময়ে ২০টি জে-১০সি যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি চুড়ান্ত করেছে বাংলাদেশ। ২০২৬-২৭ অর্থবছর থেকে এই চুক্তির আওতায় যুদ্ধ বিমান গুলো ক্রয়,পাইলট প্রশিক্ষণ, মেনটেইন্যান্স শুরু হবে। এবং এর মূল্য পরিশোধের মেয়াদকাল ধরা হয়েছে আগামী ১০ বছর অর্থাৎ ২০৩৫-৩৬ সাল পর্যন্ত।

প্রধান উপদেষ্টার দপ্তর প্রতিটি যুদ্ধবিমানের বেইস প্রাইস ৬০মিলিয়ন ডলার হিসাবে ২০টি বিমানের জন্য ১.২ বিলিয়ন ডলার হিসেবে মুল্য নির্ধারণ করছে। ৮২০ মিলিয়ন ডলার রাখা হয়েছে পাইলট প্রশিক্ষণ, বিমান গুলো চীন থেকে বাংলাদেশে আনার খরচ বহন, আনুষাঙ্গিক ইক্যুইপমেন্ট এর জন্য যা ইন্স্যুরেন্স, ভ্যাট, এজেন্সি কমিশন, বেসামরিক শ্রমিক-কর্মচারীর বেতন সহ ২.২০ বিলিয়ন ডলারের আশেপাশে হতে পারে বলে ধারণা করেছে।


বিজ্ঞাপন

গত এপ্রিলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিমান বাহিনী প্রধানের নেতৃত্বে ১১ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে এই ক্রয়ের ব্যাপারে।এই কমিটিতে আরো ছিলেন প্রধান উপদেষ্টার দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়,অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ।


বিজ্ঞাপন

এই কমিটির প্রধান কাজ এই পরিমাণ অর্থের বিনিময়ে বিমানগুলো সরাসরি চাইনিজ ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে ক্রয় করা হবে নাকি G to G ভিত্তিতে ক্রয় করা হবে তা মূল্যায়ন করা। এছাড়াও তারা চূড়ান্ত মূল্য নির্ধারণে দর কষাকষি, স্পেয়ার পার্টস এর যোগান নিশ্চিতকরণ, পাইলট ট্রেনিং এবং ওয়েপন প্যাকেজ নির্ধারণ করবেন। (তথ্য সুত্র ও ছবি বিএমএ)

👁️ 103 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *