মো: সাইফুর রশিদ চৌধুরী : “সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্য জ্ঞানে”— এই মূল বাণীকে ধারণ করে গোপালগঞ্জে মহাত্মা লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজন করা হয় স্মরণানুষ্ঠান।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন এবং প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মুহম্মদ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ।

অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত।
স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা লালনের গান পরিবেশন করেন। লালনের জীবনদর্শন ও মানবতাবোধ তুলে ধরে আয়োজিত এ অনুষ্ঠানে সৃষ্টি হয় এক ভাবগম্ভীর পরিবেশ।