বাঘুটিয়া ইউনিয়নে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচি’র তারুণ্যের উৎসব উপলক্ষে যুব প্রশিক্ষণ, কিশোর-কিশোরী ক্লাবে উপকরণ বিতরণ ও প্রবীণ সমন্বয় সভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ সাহিত্য-সংস্কৃতি

সুমন হোসেন, ((যশোর)  :  যশোর জেলার অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বন্ধু কল্যাণ ফাউন্ডেশন (বিকেএফ) এর বাস্তবায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচীর আওতায় তারুণ্যের উৎসব উপলক্ষে সফলভাবে যুব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

সোমবার সকালে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান ও বন্ধু কল্যাণ ফাউন্ডেশন’র ফোকাল পারসন ও প্রশিক্ষণ প্রধান এস. এম. ফারুক হোসেনের উপস্থিততে ইউনিয়নের যুবকদের সামাজিক স্বেচ্ছাসেবা, নেতৃত্ব ও সম্প্রীতির উন্নয়ন শীর্ষক যুব প্রশিক্ষণ শুরু করা হয়।

এ সময় প্রশিক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহিদুল ইসলাম। তিনি যুব প্রশিক্ষণে সময় উপযোগী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। প্রশিক্ষণে সামাজিক সম্প্রীতির বন্ধন তুলে ধরেন।


বিজ্ঞাপন

এ সময়ে উপস্থিত ছিলেন বন্ধু কল্যাণ ফাউন্ডেশন’র উপজেলা সমৃদ্ধি সমন্বয়কারী এ বি এম আহসান উল্লাহ, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহকারী উপজেলা কর্মসূচীর সমন্বয়কারী আশফিক শাহারিয়ার মুকুল, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের স্বাস্থ্য কর্মকর্তা রসময় দাস সহ প্রমূখ।


বিজ্ঞাপন

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় ৯টি ওয়ার্ডে ও ইউনিয়ন পরিষদ সহ মোট ১শ’ ১০ জন যুবকদের নিয়ে ১০টি যুব কমিটি গঠিত। ২৫ জন যুবককে আয় বৃদ্ধি মুলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ সময়ে বাঘুটিয়া ইউনিয়ন প্রবীণ কমিটির সদস্যদের সাথে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় পরিচালিত প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এরপর বাঘুটিয়া ইউনিয়নের ১৮টি কিশোর-কিশোরী ক্লাবে বিভিন্ন ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়েছে। উপস্থিত সকলকে খাবার বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *