নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা) : কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাজী জালালের অপসারণ এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত ছাত্রনেতা আব্দুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে অভিযুক্ত হাজী জালালের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

রবিবার সকালে ভানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে “ভানী ইউনিয়নের সর্বস্তরের জনগণ” ব্যানারে ঘন্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই হাজী জালাল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে একনায়কতন্ত্র কায়েম করেছেন। তিনি ইউনিয়নের উন্নয়নে কোনো ভূমিকা না রেখে বরাদ্দের অর্থ আত্মসাৎ করেছেন এবং বিরোধী মত দমন করতে নানা অপকর্মে লিপ্ত রয়েছেন।

বক্তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রুবেল ও সাব্বির হত্যায় সরাসরি জড়িত থাকায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু জামিনে মুক্তি পেয়ে ফের এলাকায় ত্রাসের রাজত্ব স্থাপনের চেষ্টা করছেন।

এ সময় বক্তারা হাজী জালালের দ্রুত অপসারণ, গ্রেপ্তার ও হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবিতে একত্রিত কণ্ঠে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, মো. মনিরুজ্জামান ফরাজী, হুমায়ুন কবির বকুল, শুভ হাজারী, মোহাম্মদ শফিক ভূঁইয়া, আ. আউয়াল সরকার, ছোটন ভূঁইয়া, আলম সরকার, সুমন হাজারী, আব্দুল মালেক মাস্টার, ফয়েজ খানসহ অনেকে।
বক্তারা সরকারের কাছে দাবি জানান—অবিলম্বে হাজী জালালকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে আইনের আওতায় এনে শহীদ রুবেল ও সাব্বির হত্যার ন্যায্য বিচার নিশ্চিত করা হোক।