যশোরের চৌগাছার কমলা আইসক্রিম ফ্যাক্টারিতে ভোক্ত অধিদপ্তরের অভিযান  : খাবারে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করায় ১ লাখ টাকা জরিমানা

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

সুমন হোসেন, (যশোর)   :  যশোরের  চৌগাছার কমলা আইসক্রিম ফ্যাক্টারিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে বিএসটিআই’র অনুমোদন না থাকা এবং খাবারে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় কর্তৃক চৌগাছা উপজেলার চৌগাছা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।  আজ বৃহস্পতিবার  ২৩ অক্টোবর,  কমলা আইসক্রিম ফ্যাক্টারি পরির্দন করা হয়।

পরিদর্শণকালে দেখা যায় বিপুল পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল রং ও ক্যামিক্যাল দিয়ে অনুমোদনহীনভাবে শিশু খাদ্য আইসক্রিম তৈরি করছেন। এবং বিএসটিআই এর অনুমোদন ছাড়া বিভিন্ন কম্পােনির আইসক্রিম তৈরি করছেন।


বিজ্ঞাপন

প্রাণ আরএফএল কম্পানির রোবো আইসত্রিম নকলভাবে তৈরি করছেন। তাদের কোন রকম বৈধ কাগজপত্র নাই। তাদের উৎপাদিন পন্যে কোন দাম, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ নাই। সেই কারনে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ ও ৫১ মোতাবেক (৫০,০০০+৫০,০০০) ১,০০,০০০  (এক লক্ষ) টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়েছে।


বিজ্ঞাপন

একই সাথে নির্দেশনা দেওয়া হয়েছে এখন থেকে কোন প্রকার অবৈধ পণ্য ও শিশুখাদ্য তৈরি করতে পরবে না। অভিযানে নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এ সময়ে যশোর জেলা পুলিশের একটি টিম ও ক্যাব সদস্য যশোর এবং চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *