আখাউড়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ

Uncategorized অর্থনীতি গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাঠে ক্ষুদ্র ও প্রান্তিক ২৮০ জন কৃষকদের মাঝে মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে কৃষকদের  মাঝে ওই সার বীজ  বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে।


বিজ্ঞাপন

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে বিনামূল্যে সবজি বীজ ও  সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আলেক হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মো: মোস্তাফিজুর রহমান প্রমূখ।


বিজ্ঞাপন

উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আলেক হোসেন বলেন, ২০২৫-২৬ অর্থ-বছরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

এর মাধ্যে ১০০ জন কৃষককে বসতবাড়িতে শাক সবজি আবাদের জন্য ৭ প্রকার উফশী বীজের প্যাকেট দেওয়া হয়েছে।

তাছাড়া ৩০ জন কৃষকের মাঝে  লাউ, ৫০ জন কৃষকের মাঝে বেগুন, ৫০ কৃষকের মাঝে মিষ্টি কুমড়া ও ৫০ জন কৃষকের মাঝে শসাসহ ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। কৃষকেরা শীতকালীন সবজি উৎপাদনে তারা ভালো ভূমিকা রাখবে।মোঃ হাবিবুর রহমান /

👁️ 129 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *