গোপালগঞ্জে জামায়াতে ইসলামী’র উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলার উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৪ অক্টোবর সকাল থেকে দিনব্যাপী জেলার দুর্গাপুর, কাঠি, মাঝিগাতি ও উলপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন

এ সময় আম, কাঁঠাল, নারিকেল, পাতাবাহার, আমড়া, জামসহ বিভিন্ন ফুল ও ফলের ১৮ প্রজাতির উন্নত জাতের বৃক্ষ রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব এডভোকেট আজমাল হুসাইন সরদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা সেক্রেটারি মোহাম্মদ আল মাসুদ, পৌর আমির এনামুল হক খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শমসের আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


বিজ্ঞাপন

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি প্রার্থী এডভোকেট আজমাল হুসাইন সরদার বলেন, “আগামী জাতীয় নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে কুরআন-সুন্নাহভিত্তিক শাসন কায়েম করতে পারলে আমরা দেশব্যাপী আরও বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেব।”


বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। তাই একটি গাছ কাটার আগে তিনটি গাছ রোপণ করা প্রত্যেকের দায়িত্ব। গাছ হচ্ছে প্রকৃতির অক্সিজেন উৎপাদনের ফ্যাক্টরি—এসো আমরা সকলে মিলে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করি।”

বিনামূল্যে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে স্থানীয় বাসিন্দারা জামায়াতে ইসলামী’র এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

👁️ 165 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *