কালব’র অবৈধ চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশনের ৫০০ কোটি টাকা আত্মসাত  !

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি:-এর চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন বাজার মূল্যের চেয়ে অধিক মূল্য দেখিয়ে জমি ক্রয় করেছেন। অর্থ আত্মসাতের উদ্দেশ্যে অবৈধ ও দখলদার আগষ্টিন পিউরিফিকেশন তার ব্যক্তিগত সহকারী মোঃ মজিবুর রহমানের নামে মূল মালিক থেকে পাওয়ার নিয়ে পুনরায় কাল্ব-এর নামে অধিক মূল্যে জমি ক্রয় করেছেন। আইন বিধি বহির্ভূত পাওয়ার অব এটর্নীর মাধ্যমে বেশি মূল্যে জমি ক্রয় করে কোটি কোটি হাতিয়ে নিয়েছেন। নানা প্রক্রিয়ায় সমবায় সমিতির ৫০০ কোটি লোপাট করে আমেরিকায় পাচার করেছেন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে(দুদক) দায়েরকৃত এক অভিযোগে এমনই তথ্য উঠে এসেছে।


বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশনে(দুদক) দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, পাওয়ার অব এটর্নীর মাধ্যমে কেবল মোঃ মজিবুর রহমান এর নিকট থেকেই ১৮২ শতাংশ জমি বাজারদরের চেয়ে বেশি মূল্যে ক্রয় করেছেন। ক্রয়কৃত জমির মূল্য ২০,৭২,৩৫,০০০ টাকা।

এছাড়াও অবৈধ ও দখলদার আিগষ্টিন পিউরিফিকেশন হাউজিং সোসাইটি থেকে বুক ভেল্যুতে জমি ক্রয়ের বিষয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়ে দুই দফায় ৮.৫ শতাংশ জমি ক্রয় করেছেন, কিন্তু প্রকৃত বুক ভেল্যু কত সে বিষয়ে কোনো তথ্য দেন নি। রংপুরে জমি ক্রয়ের বিষয়ে বোর্ডের অধিকাংশ সদস্যের প্রবল আপত্তি থাকা সত্ত্বেও অবৈধ বোর্ড রংপুরে জমি ক্রয় করে। উক্ত জমি ক্রয়ে শতাংশ প্রতি ১২ লক্ষ টাকা করে ১৭ শতাংশ জমি ক্রয়ে ২ কোটির বেশি অর্থ তছরূপ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞাপন

অভিযোগে আরো বলা হয়েছে,কাল্ব ট্রেনিং ইন্সটিটিউটের জন্য শুরু থেকে যে সকল জমি ক্রয় করা হয়েছে, মূল ভবন নির্মাণ,কাল্ব রিসোর্ট এন্ড কনভেনশন হলের জন্য উন্নয়নের ক্ষেত্রে বর্তমান দখলদার বোর্ড যে সকল কাজ করেছে, সে সকল কাজের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। এ সকল কাজের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে।


বিজ্ঞাপন

তাছাড়া, অবৈধ ও দখলদার আগষ্টিন পিউরিফিকেশন কাল্ব-কে দখলে রাখতে বর্তমানে চলমান মামলা পরিচালনার নামে কাল্ব থেকে অন্তত: ৫ কোটি টাকা সরিয়ে নিয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:(কালব) এর অবৈধ চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ট সহোচর আগষ্টিন পিউরিফিকেশনের কালবে জমি ক্রয়,রিসোর্ট উন্নয়নসহ নানা ছলে ৫০০ কোটি টাকা আত্মসাত এবং মানি লন্ডারিং প্রক্রিয়ায় আমেরিকায় পাচারের বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্যে আবেদনে আহবান জানানো হয়েছে।

👁️ 466 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *