
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে এক ব্যবসায়ীর ছেলেকে পিটিয়ে হত্যার চেষ্টা ও নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মিশকাতকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে দেবিদ্বার থানার বুড়িরপার বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত মিশকাত রাঘবপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. খোরশেদ আলমের ছেলে। খোরশেদ আলমের বুড়িরপার বাজারে একটি রড–সিমেন্টের দোকান রয়েছে। প্রতিদিনের মতো সেদিনও মিশকাত দোকান বন্ধ করে বাইরে বের হলে বিবাদীরা অতর্কিতভাবে হামলা চালায়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিবাদীরা হলো—১. মো. নাহিদ (২২), ২. মো. আশরাফুল (২০), উভয়ের পিতা মো. জসিম; ৩. মো. নাঈম (২৪), পিতা মো. হারুন; ৪. মো. রিফাত (২৩), পিতা বাবুল; ৫. মো. পায়েল (১৮), পিতা মো. এরশাদ; ৬. মো. জসিম (৫৫), পিতা মৃত সুলতান; সবাই বুড়িরপার গ্রামের বাসিন্দা। এ ছাড়া অজ্ঞাত আরও চার-পাঁচজন ব্যক্তি এ ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগে বলা হয়েছে।

বাদী খোরশেদ আলম জানান, “বিবাদীরা এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। ঘটনার রাতে আমার ছেলে দোকান বন্ধ করে বাইরে দাঁড়ানো অবস্থায় স্বৈরাচার আওয়ামী কৃষকলীগের ওয়ার্ড সভাপতি জসিমের নেতৃত্বে বিবাদীরা হঠাৎ হামলা চালায়। তারা লাঠি দিয়ে আঘাত করে এবং লাথি মেরে আমার ছেলেকে মাটিতে ফেলে দেয়। পরে নাঈম, রিফাত ও আশরাফুল তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। এ সময় তারা তার কাছে থাকা ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।”

মিশকাতের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা বিভিন্ন ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মিশকাতকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার বিষয়ে বাদী খোরশেদ আলম দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, বুড়িরপার এলাকায় বেশ কিছুদিন ধরে একটি চক্র চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। পুলিশের কঠোর নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।
