
যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার দাদাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার জামদিয়া ইউনিয়নের বারবাগ গ্রামে ঘটেছে। আটক রমজান কাজী ওই গ্রামের শাহাদাৎ কাজীর ছেলে।

স্থানীয় সূত্র ও শিশুর পরিবারের সদস্যরা জানান, শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে নড়াইলে থাকত। প্রায় ১৫ দিন আগে রমজান কাজী নড়াইলে গিয়ে শিশুটিকে নিয়ে আসেন। গত ২৮ অক্টোবর বাড়িতে কেউ না থাকার সুযোগে খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩০ অক্টোবর ঘটনাটি প্রকাশ পায়। বিষয়টি জানাজানি হলে শিশুটির বাবা-মা বাঘারপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইজুল ফকির তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সত্যতা পায়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে ও আসামিকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

