সরিষাবাড়ীতে সরকারী ভূমিতে ভবন নির্মাণের তথ্য চাইতে চাওয়ায় দুই সাংবাদিকের ওপর হামলা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোস্তাফিজুর রহমান, (জামালপুর)  :  জামালপুরের সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারী ভূমিতে অবৈধভাবে ভবন নির্মাণের তথ্য চাইতে গেলে দুই সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকি দিয়েছেন সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী নামে দুই অবৈধ দখলকারী। হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন ও দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার তৌকির আহম্মেদ হাসু । আহত দুই সাংবাদিক সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জান এর অধীন চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন

শুক্রবার ( ৩১ অক্টোবর) দুপুরে পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দৈনিক কালবেলা পত্রিকার উপজেলার প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন (৪৫) বাদী হয়ে হামলাকারী সঞ্জয় চৌধুরী (৪৫) ও হৃদয় চৌধুরী কে বিবাদী করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন দিয়ার কৃষ্ণাই গ্রামের লক্ষী চাঁনের ছেলে সঞ্জয় চৌধুরী (৪৫) ও হৃদয় চৌধুরী (৪০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাষ্ট্রীয় জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ করছে সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী। এ ঘটনায় দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিকসহ কয়েকজন গণমাধ্যম কর্মী তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যায়। সাংবাদিক পরিচয় পেয়ে সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।


বিজ্ঞাপন

একপর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় কালবেলা পত্রিকার সাংবাদিক ইসমাইল হোসেন ও দৈনিক ঘোষণা পত্রিকার সাংবাদিক তৌকির আহমেদ হাসু গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই সাংবাদিককে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


বিজ্ঞাপন

এ ব্যাপারে অভিযুক্ত সঞ্জয় চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদেরকে মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, সাংবাদিকদের সাথে বাকবিতন্ডা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক ইসমাইল হোসেন জানান, রাষ্ট্রীয় সম্পত্তি দখল করে ভবন নির্মাণের বিষয়টি সাংবাদিক হিসেবে জানতে চাইতেই আমার ওপর এই হামলা করে ভূমিদস্যু সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী। এ ঘটনায় সংবাদ পরিবেশন করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে জানান তারা।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন রাষ্ট্রীয় জমিতে অবৈধ দখল ও সাংবাদিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনক। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, অভিযোগটি হাতে পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

👁️ 217 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *