তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন : আহ্বায়ক নয়ন, সদস্য সচিব সাঈদ

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি শিক্ষাঙ্গন সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  : জুলাই-২০২৪ এর গণঅভ্যুত্থান-পরবর্তী সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির (তেকসাস) কার্যক্রম পূর্বের কমিটিতে বৈষম্যের শিকার হওয়া সর্বোচ্চ পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত হলেও, সংগঠনকে পুনরায় সুসংগঠিত করা ও দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে আগামী সর্বোচ্চ ৩ মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন

গতকাল  বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্তে এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটিতে যায়যায়দিন পত্রিকার নয়ন কুমার বর্মনকে আহ্বায়ক এবং আরটিভির মোঃ সাঈদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।


বিজ্ঞাপন

১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক– ইসমাইল সরদার (বাংলা এডিশন), আব্দুর রহমান (এনপিবি নিউজ), আব্দুল কাদের (রূপালী বাংলাদেশ) ও সাকিব আহমেদ সোহান (খবরের কাগজ)।


বিজ্ঞাপন

সদস্য– মোঃ সাকিবুল হাসান (একাত্তর টিভি), আবু রায়হান আকাশ (ডেইলী নোট ২৪), মোঃ নিয়াজ করিম রাকিব (সংবাদ টিভি), জান্নাতুন নেছা বুশরা (এনবিবি), মাহির আল মাহবুব (দৈনিক ঘোষণা), মোঃ তুহিন ইসলাম রাতুল (দেশের কন্ঠ) ও মোঃ রাকিব হাসান (আজকের পেপার)।

তেকসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির দায়িত্ব হবে আগামী তিন মাসের মধ্যে সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা, সদস্যদের পুনর্গঠন সম্পন্ন করা এবং একটি নির্বাচিত কার্যকরী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা।

👁️ 262 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *