
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি অশোক সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক এস. এম. হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার সাংবাদিক চৌধুরী হাসান
মাহমুদ, সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুর রশিদ চৌধুরী, বৈশাখী টিভির শেখ মোস্তফা জামান, চ্যানেল এস টিভির কাজী মাহামুদ, ৭১ টিভির আজিজুর রহমান রনি, চ্যানেল ২৪-এর বাদল সাহা, দৈনিক ভোরের পাতার হেমন্ত বিশ্বাস, দৈনিক মুক্তির সমাচার এর বাবলা মোল্লা, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির মো. আবিদ হাসান মুছা এবং দৈনিক শেষ সংবাদ এর তানভীর হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ বাণী পত্রিকার আগামী দিনের সাফল্য কামনা করেন এবং ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনের আহ্বান জানান।

আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক সোহাগ সেন।
