কুমিল্লার দেবিদ্বারে অপপ্রচারে সাধারণ মানুষ অতিষ্ঠ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি   :  কুমিল্লার দেবিদ্বার উপজেলার গৌরসার গ্রামে ভুয়া সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে অপপ্রচার ও প্রতারণা চালানোর অভিযোগ উঠেছে দুই ভাই, আহমেদ শরিফ (৪৫) ও খালেদ আহমেদ-এর বিরুদ্ধে। তারা মৃত খালেক মিয়ার কন্যা রাহেলা বেগমের দুই ছেলে।


বিজ্ঞাপন

স্থানীয়রা অভিযোগ করেছেন, দুই ভাই নিজেদের “সাংবাদিক” পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন কর্মকাণ্ডে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও মানহানিকর তথ্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করছে। তারা দাবি করে আসছে যে তাদের “দেশ বিদেশের সংবাদ” নামে একটি সরকারি নিবন্ধিত পত্রিকা আছে, কিন্তু অনুসন্ধানে জানা গেছে, এ পত্রিকার কোনো সরকারি নিবন্ধন নেই।

দুই ভাই ফেসবুকে ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে মিথ্যা, বিকৃত তথ্য প্রচার করছে, যা এলাকায় সামাজিক অস্থিরতা ও আতঙ্ক সৃষ্টি করেছে। সচেতন মহল জানায়, এই কর্মকাণ্ডে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এবং তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা দাবি করছেন।


বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, তাদের মা রাহেলা বেগম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব ব্যবহার করে পরিবারের নামে একাধিক মিথ্যা মামলা করেছেন, যা অধিকাংশই পরে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এছাড়া, দুই ভাই নানার সম্পত্তি দখল ও এলাকায় প্রভাব বিস্তারের জন্য নিজেদের “পাগল” পরিচয় ব্যবহার করছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি তারা সত্যিই মানসিকভাবে ভারসাম্যহীন হন, তাহলে কীভাবে নিয়মিত ফেসবুকে অপপ্রচার চালানো ও ভিডিও প্রকাশ করা সম্ভব হচ্ছে।


বিজ্ঞাপন

কয়েক মাস আগে আহমেদ শরিফ ও খালেদ আহমেদ বিএনপির পোস্টারে নিজেদের ছবি ব্যবহার করে নিজেদের ওই দলের কর্মী হিসেবে দাবি করেন। পরবর্তীতে তারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে মিথ্যা তথ্য ছড়িয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন। সম্প্রতি তারা স্থানীয় বিএনপি নেতা মোমেন মিয়া ও কুমিল্লা-৪ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সির নামও ব্যবহার করেছে।

বিষয়টি নিয়ে আহমেদ শরিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে দাবি জানিয়েছে—ভুয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও অপপ্রচার বন্ধে দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে গৌরসার গ্রামে আবারও শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।

👁️ 71 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *