
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে পরপর দুটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে দুর্বৃত্তরা জেলা গণপূর্ত বিভাগের কার্যালয়ে ও সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক শাখায় এ হামলা চালায়।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেয়াল ও একটি পিকআপ ভ্যানে অন্তত ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পিকআপ ভ্যানে আগুন ধরে যায় এবং আংশিকভাবে পুড়ে যায়। অফিসের নিরাপত্তা প্রহরী চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে একই রাতে সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক শাখার ভবনের দিকেও পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গভীর রাতে কালো রঙের একটি মাইক্রোবাস থেকে ৫-৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়, তবে ব্যাংক ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অবিস্ফোরিত একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এছাড়া একই রাতে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় দুর্বৃত্তরা গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে গাছ সরিয়ে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে।
পুলিশ বলছে, ধারাবাহিক এসব ঘটনার সঙ্গে নাশকতার কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।
